সুখে আছি আমার চিলেকোঠার দক্ষিণের বারান্দা সে বারান্দায় গ্রিল বেয়ে নামে নিয়ন স্নিগ্ধ জোছনার আলো
বসন্তে দক্ষিণের অনুভব করা ভালোবাসার আবেশ
সে বারান্দায় পেয়েছি আমি সব সুন্দর দৃশ্য গুলো দেখার অতৃপ্তি কর স্বাদ সজীব সবুজ গাছপালা গুলো দেখে মনে পড়ে যায় আমার সেই উচ্ছলতার শৈশব
মনে পড়ে যেদিন প্রথম উপর থেকে সে চিলেকোঠার বারান্দা দিয়ে নিচে তাকাচ্ছিলাম তখন মাথা ঘুরছিল
তখন সবে শিশু মনে নতুন জিনিস গুলো কে অবাক করে দেখা
এই বারান্দা টা আমার বড্ড প্রিয়
ভীষণ মন খারাপের দিনে নীল আকাশ টা যখন আমার চোখে নেমে আসে আকাশ বলে গল্প করবে কি আমার সাথে আমি অবাক নিলির্প্ত অপলক কিছু ক্ষন চেয়ে থাকি সে বিশাল নীলিমার দিকে
হঠাৎকরে কোথা থেকে উড়ে আসে দুটো পাখি নিশ্চিন্ত আনন্দিত মনে গান তুলে পাখা মেলে সে শুন্যতায় ডানা ঝাপ টিয়ে বলে সঙ্গী করবে কি আমাদের তোমার আনমনে উদাসীন গল্প বলায়!!
পরক্ষনে মন আমার হেসে উঠে
কি অসাধারণ চোখ জুড়ানো দৃশ্য
Comments
Post a Comment