অজানায় প্রত্যাশা!!
একটা সময় ছিল জীবনটাকে কল্পনা করতাম ফুলে ফুলে উড়ে বেড়ানো প্রজাপতির মতো। জীবন যেন রঙিন প্রজাপতির দৃষ্টিনন্দন ডানার মতো।
কি সে অনুভুতি কি সে আবেগ স্বপ্নগুলোকে ভাবতাম কবিতার ছন্দে কাব্যগাথার মতো, আসলেই জীবনটা এমনই ছিল যেন সাজানো গোছানো সুবাসিত ফুলের বাগান। কিন্তু জীবন তো কোন কাব্য না,, ইচ্ছে গুলো অস্তমিত হয়েছে শেষ বিকেলের সুর্যাস্তে, ডুব দিয়েছে বিশাল দিগন্তে । তারপর ও অনুভবেরা মরে যায়নি দক্ষিণের স্নিগ্ধ বাতাসের মতো ছুয়ে দেয় বারবার অনুরিত হৃদয়ে। হৃদয়ের জানালাকে তো আর বন্ধ করা যায়না, যেমন নিভানো যায়না ভোরের স্তিমিত কিরন,
সে আলোক রশ্নি উকি দেয় আধাঁরে থাকা পৃথিবীকে! হাতে হাত রেখে নিস্বার্থ সবুজ ঘাসে হাটতে চেয়েছিলাম বন্ধুত্বের পাশে থেকে কিন্তু একই পথে হলো না পথচলা! ভালোসার ছায়ায় পড়ে কি এক অদৃশ্য মায়ায় ভুলে গিয়েছিলাম কিছু মানুষের জন্য ভালোবাসা দূর নীলিমার আকাশের চাঁদ!! যাকে যে সে ধরতে পারেনা, তাকে ধরতে পাড়ি দিতে হবে দুর্গম পাহাড় অজানা বন্ধুর পথ!! সবাই কি পাড়ি দিতে পারে সে অজানা কঠিন পথ!
সেই ভালোবাসার প্রত্যাশায় আশা নিরাশার দোলাচলে কেটে যায় সারাজীবন।
Comments
Post a Comment