অপরুপ মুগ্ধতা!!

জীবন যখন নিভু নিভু,
 তোমার দীপ্তিময়তায় আনন্দ ভরিয়ে দিলে আমায়,
 যদিও এই জীবনের ক্ষনিকের সৌন্দর্য
হারিয়ে যাবে নিমিষেই,,
মহান রবের কাছে একটাই আশা,একটাই প্রার্থনা চিরস্থায়ী অসাধারণ সুন্দর!
 যদি হত আমার ঠিকানা,
প্রিয় জনরা থাকত আমার কাছাকাছি,
 তুমি হতে আমার প্রতিবেশী,
 খুব ইচ্ছে করে হেটে যেতে প্রিয়,
 তোমার হাতটি ধরে নয়নজুড়ানো অসীম সৌন্দর্যের বিশালতায়,, অপুর্ব নৈসর্গিক ফুলের রঙে সাজিয়ে নিতাম অপরুপ মুগ্ধতায়!!

Comments

Popular Posts