অস্বচ্ছ জল!
অনেক দিন দেখা হয়না।
নিজেকে আয়নায়
বিষন্ন চোখে অথবা বিষন্ন কুয়াশার
নীল চাদরে
দেখি আমি আকাশ
কখনো কমলা রোদে
অথবা বৃষ্টির কালো মেঘে
দেখিনা আমি আয়নায় নিজেকে
দেখে আর কি হবে
অসহ্য সুন্দর দেখি যখন চারপাশে
মনে তখন বলে
সুন্দর রুপে নিজেকে ভেবনা তুমি
তুমি শুধুই অবসন্ন আঁধার
যাকে আলোতে দেখা যায় না
তুমি নও আলো
তুমি ভীষণ অন্ধকার
কেউ যেন না দেখে
থেকে যাও আড়ালে
দূরে তুমি চলে যাও
দূর দুরান্তে সদুর তেপান্তরে
যেখানে আছে নিরব কোলাহল
বিভোর হয়ে শুনবে
এলো মেলো বাতাসে
এলো চুলে কাশফুলে
শুভ্রতার ভোর
স্নিগ্ধ পরশে ছুয়ে যাব
টলমলে জল
সে স্বচ্ছ জলে বিমুগ্ধতা নিয়ে
দেখবে আমায় স্বচ্ছ আয়নার জল।
Comments
Post a Comment