নিশব্দ অশ্রু!!
কারো জন্য অপেক্ষায় থাকলে কারো আসে যায় না আমি যদি কাউকে ভালোবাসি তার কোন মুল্য হয়তো কখনো পাবনা কেউ আমাকে ভালোবাসবে
তা আমার কাছে অনেক মুল্যবান
এই পৃথিবীতে কিছু মানুষ থাকে সুখ কি
জিনিস তা জানেনা
কান্না গুলো তার একমাত্র সুখ
দিন গুলো শেষ হয়ে যায়
তবুও তার দিন শেষ হয়না
সে দূরে চলে যায় না কখনো
হারায়না কখনো
বৃষ্টিতে ভিজে চায়ের ধুয়ায়
হাত বাড়িয়ে দেখা হয়না
বৃষ্টির অপরুপ সৌন্দর্য
সে হাসে তবে কান্না গুলো তার জন্য মানানসই
সে ভাবে কল্পনায় ডুব দিয়ে খুজে প্রিয় সে মুখ
হয়তো কখনো পাবেনা খুজে
দিন গুলো শেষ হবার প্রহর গুনে
শেষ কি হবে
নিস্তব্ধ অনুভুতি গুলো
কবিতা কি সে জানতনা
নিরবতা তাকে জানান দিয়ে গেছে
জীবনের নির্মম সে
অগাছোলো শব্দ গুচ্ছ গুলো
যা সে কখনো সাজাতে পারেনি
সাজিয়ে আর কি হবে
অনুভূতি একদা নিশপ্রভ ছিল
হঠাৎ সে চাঁদের আলোয় কিছু টা আলো পেল
সে আলোতে সে শব্দ গুচ্ছ গুলো সাজাতে লাগল
কিন্তু সে ভুলে গেল সে কি ছিল
আবার সব কিছু থমকে যাবে
নিরব স্তব্ধ নিশ্চুপ হোক
একাকী অনুভুতি গুলো!!
Comments
Post a Comment