অচেনা সুরে
ভুলে যাও এই পৃথিবী,,
ভালোবাসা না আমার জন্য
স্বরন করাতে না করায়
কিছু আসবে না আর
পুর্নতা গুলো হারিয়েছে অনেক আগে
এখন শুধু শেষ প্রহরের অপেক্ষা
আবছা নীলে উড়ছিল মন
স্বপ্ন দেখা হবেনা অকারণ
শুধু কল্পনায় কি যে বলি চুপিচুপি
সেই গল্পে আছ তুমি
একা একা কি আনন্দ সে কথা বলায়
নেই কোন দাড়ি কমার মাফ ঝোক,,
কথা বলি যেন নীল খামে অব্যক্ত চিঠি
সে কথায় বলি না বলা সব গল্প
বলি তুমি কেমন আছ
তুমি বল আছিই আমি ভালোই
তুমি বল আছো তুমি ভাল??
আমি প্রফুল্ল মনে বলি
তুমি বলছ কথা
মুখ ভার করে থাকা এখন বারণ
আলতো ছুঁয়ে বাতাসে ভাসে
প্রকৃতির না চেনা সুরে
সে অচেনাই আমি
আসবো না আমি চেনা হয়ে
দূর থেকে কল্পনায়
একেছি যত কথার বানী
সবই উড়ে যাক নীল আকাশের পানে
Comments
Post a Comment