স্বপ্নীল ক্যানভাস!!
আকাশটা আমার নীল ক্যানভাস,
সেথায় বিচরণ করে মনের মাধুরি মিশেলে রঙের
কাব্যগুলো কাব্যের প্রথম পাতায় আকাশ দ্বিতীয় পাতায় জোছনা আর শেষ পাতায়
বৃষ্টির জলে জলরাশির গল্প
এই জীবনের রঙ গুলো প্রায় শেষ হতে চলেছে এখন আর রঙ গুলো স্পর্শ করেনা এই ধুসর ঘেরা দ্বিধাযুক্ত শহরে, তাই নতুন করে স্বপ্ন গুলো কে সাজাবো না।
অস্তমিত তারাগুলোর মতোই স্বপ্ন গুলো ঘুমন্ত থাক তারা গুলো যখন অস্ত নামে তখন এই দৃশ্যটা বোধহয় নিংসঙ আঁধারী আকাশটা উপভোগ করে,,
এই ঘুমন্ত স্বপ্ন গুলোকে সঙ্গী করে না হয় একাই উপভোগ করব চোখ দুটোকে অন্ধকারে নামিয়ে!!
একটা সময় ডায়েরিতে লিখতাম
দেখা গেছে ডায়েরির পৃষ্ঠা শেষ হয়ে গেছে,,
কিন্তু এলো মেলো বাক্য গুলো
মনের কোণে অবশিষ্ট আছে,,
মনের কথাগুলো বুঝি আর বেশি দূরে এগুবার না,
কারণ আমার শব্দ ভান্ডার সীমিত, তাই অগোছালো কথা গুলো ফুরিয়ে আসছে। সেই দিন বোধ হয় খুব কাছেই এসে গেছে যেদিন বিশাল আকাশের ক্যানভাস টা সাজবে স্বপ্নীল গাঢ় নীলে ছাওয়া।।
ইচ্ছে মতো উড়ে বেড়াব সেই স্বপ্নীল ক্যানভাসে তবে ডানা ছাড়াই,,!!
যেমন পাখিগুলো দলবেঁধে ডানা মেলে,,
গোধুলীর বেগুনি আলোয় গায়
গান অলিখিত সুরে !!
Comments
Post a Comment