পুরিপুর্নতায় অসুখ!!
জীবনের সব কিছু দিয়ে পরিপূর্ণতা পায় না কিছু শুন্যস্থান থাকে আর সে সেসব শুন্যস্থান কে ভুলে থাকার জন্য কিছু সাময়িক আনন্দ গুলো আসে কিছু কিছু সময় দুঃখ কষ্টের মারপ্যাচে বেঁচে থাকার ইচ্ছেটা মরে যায় সুখগুলোকে ধরতে অর্থের প্রয়োজন পড়ে কিন্তু দুঃখ কষ্ট গুলো বিনা পরিশ্রমে বিনা অর্থে হাজির হয়।
এই জীবনে কান্না করার জন্য অনেক কারণ খুঁজে বেড়াই কিন্তু সুখগুলোকে পেয়ে তৃপ্তির হাসি কমই হাসা যায় আসলে সুখ জিনিস টা মনের ব্যাপার কিছু সুখ আছে বস্তুগত না অনুভবে মিশ্রিত কেউ হয়তো এই জীবনের অপুরিপুর্নতাকে প্রকৃতির বিষ্ময়কর সৌন্দর্যে দিয়ে শুন্যতা পুরনের কারণ খুজে যেমন রাতের অন্ধকারে অকৃত্রিমতার এক অপুর্ব আলো চাঁদের স্নিগ্ধতা যা বিনা অর্থে পাওয়া যায়
এই দৃশ্য উপভোগ করার অপার্থিব সুখ
কিন্তু যার পেটে খাবার নেই তার তার কাছে রাতের চাঁদ কে নিছক একটা প্রকৃতির উপকরণ মনে হয়
কবির ভাষায় বলতে গেলে পুর্নিমার চাঁদ সেতো ঝলসানো রুটি ক্ষুদার কাছে এই পৃথিবী গদ্যময় কিছু অপুর্নতা জীবন কে এত টা বিষিয়ে তুলে যে অনুভূতি তখন স্রেফ বিলাসীতার হাওয়া গা ভাসানো মনে হয় তার পর ও কিছু মানুষ এসব অপুর্নতা কে সাথে নিয়ে সুখ গুলোর স্বাদ গ্রহণ করে অনুভবে আবেগের অবগাহনে
জীবনে সব পরিপুর্নতা আসলে সুখ নয়
মাঝে মাঝে কিছু পুর্নতা অনেক সময় আফসোস নিয়ে আসে
বাস্তবিক ভাবে আমরা যেসব অপুর্নতা জন্য হাহাকার করি সেসব পুর্নতা পেয়ে গেলে হয়তো এই জীবনের সাময়িক আনন্দ গুলো গুরুত্বহীন মনে হত অপুর্নতা পুর্নতা কি আসে যায় যখন সব পেয়ে গেলে এই জীবনের অর্থই থাকবেনা!!
কিছু অপুর্নতা না হয় আমার থাক
সব পরিপুর্নতা ভালোবাসায় পরিপূর্ণ হোক
Comments
Post a Comment