নীলাভ আঁধার!
আঁধারকে ভালোবেসেছি বলে চাদঁকে লাগে ভালো উপচে পড়ে আলিঙ্গন করে বিস্তৃত নীল আকাশটায়
মন জুড়ে বাসা বেধেছে স্বপ্ন ভঙের নীল বাগান টা যে বাগানের ফুল গুলো রংহীন সুবাসহীন মিয়ম্রান শুস্ক আধারকে আপন করেছি বলেই হয়তো আলোরা উঁকি দেয় না আমার শুস্ক নীল বাগানে যে ফুল গুলো বসন্তের পৃথিবীতে বেচা কেনা হয়না
তাই সেগুলো মূল্যহীন নদীর পানিতে একসময় ভাটা পড়ে সময়গুলো মনে হয় থমকে দাঁড়ায় যখন সময়ের শেষ প্রান্তে এসে নদীও মরুপ্রান্ততে রুপ নেয়
অনুভূতি গুলো যখন বিষাদের ভারে উগড়ে পড়ে তখন চাঁদের আলোটা ও
ক্ষীন ঝাপসা হয়ে যায়
কিছু জিনিস কখনো হারায় না তা ফিরে আসে পরিবর্তিত রুপে
হয়তা তিক্ততা না হয় মিষ্টতা যেমন
রাতকে স্বাগত জানাতে বারবার ফিরে আসে দিনের গনগনে উত্তপ্ত কিরন!!
Comments
Post a Comment