অদেখায় কেউ!!
এই মন দেখিতে চায়,,
জীবনে পাইবনা তাহার দেখা,,
ভালোবাসা হারিয়েছে নিরাশার ভেলায়
নীল আকাশটা মেঘ পানে মুখ লুকায়
অশ্রু সজল শ্রান্ত বিকেলে শ্রাবণ ধারায়
পথ চেয়ে রইবো না
আর অবেলায় নিরালায়
খুজিবনা তাহারে কভু আমি
মোহনীয় পুর্নিমায়
স্বপ্নের ক্যানভাসে আঁকিনি
তার জলরঙা আল্পনা
নয়ন দুটো ভরাইবনা আর
মিথ্যে কল্পনার ছলে
কাব্যিকতায় জল ধুয়ে যাক!!
অনুরিত বৃষ্টির ছোঁয়ায়
Comments
Post a Comment