সুন্দরের ভাটা!
সুন্দর নিঝুম নিশির মায়াবী চাঁদ তার পাশে কেউ নেই একাই তার আপন সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে আধাঁরের
নিস্তব্ধতাকে তার অসাধারণ সুন্দর দীপ্তি এড়ানোর কোন উপায় চোখ ফিরানো যায়না তার মোহনীয় সৌন্দর্যের অবিরিত চেয়ে থাকা মুগ্ধতায় ছেয়ে থাকা কিন্তু কতক্ষণ!! কিছু সময় পরে সে ডুব দিবে অন্তিম অস্তাচলে সবাই সুন্দর চায় সুন্দর থাকতে চায় সুন্দরকে কেন্দ্র করে তার পিছু পিছু চলা সুন্দর কে চেয়ে প্রত্যাশায় ক্ষন গনা সুন্দর কি সবাই পায় চাদের আলোর মতো!! চাঁদটা যেমন তার দীপ্তিময় আভায় নিকষ আঁধার কে আলোকিত করে সবাই কি তার,আপন সৌন্দর্য দিয়ে তার পাশের জন কে আলোকিত করতে পারে??
যার মনের বাগানে নেই কোন ফুল নিকষ
কালো মেঘে ঢাকা পড়ে গেছে
সে সুন্দর কি জিনিস তা জানেনা কারণ তার মনের বাগানটা পড়েনি চাঁদের আলোর মতো বিমুঢ় করে দেয়া আলো সুন্দর গুলো বোধহয় বস্তুগত বাহ্যিকগত
যে যত সুন্দর তার তত মুল্য বেশি।
সুন্দর গুলো তাই ধরা দিতে চায়না অসুন্দরের কাছে তার আলো পেলে তো অসুন্দররা সুন্দররের সমান হয়ে সুন্দর জিনিসের মুল্যে ভাটা পড়বে।
Comments
Post a Comment