ধুসর বসন্ত!!

 কেন মেঘ আসে হৃদয়ের আকাশে 

স্মৃতি গুলো কেন কল্পনায় ভাসে 

 অনুভবে অনুরনে না পারি ভুলিতে 

 বৃষ্টি হয়ে তব কেন ছুয়ে যাওনা 

বসন্তের রঙ গুলো এত কেন লাগে ধুসর 

  দক্ষিণের হাওয়ায় শিহরিত হবনা 

   এত প্রেম কেন চোখের আড়ালে

  হারিয়ে খুজি  পেয়েছি হারিয়ে 

  তবুও কেন তোমারে দেখিনা

জেগে উঠা পাখির সুরে 

পড়ন্ত বেলার শেষে 

কেন তোমাতে হারাইনা!! 

Comments

Popular Posts