স্বার্থে বেড়াজালে শুন্যতা

 ভালোবাসা কখনো স্থলাভিষিক্ত হয়না যেমন  বাবা মায়ের ভালোবাসা এই পৃথিবীতে তাদের ভালোবাসা দুনিয়ার অন্যসকল ভালোবাসা থেকে  আলাদা যার শুন্যতা কখনো পুরন হয়না কিছু  সম্পর্কের শুন্যতা আর অন্য কিছু দিয়ে  পুর্ন হয়না যতই সে কাছে আসুক কাছে টানুক একেক সম্পর্কের আলাদা  অনুভুতি।  ভাই বোনের মাঝে  থাকে রক্তের বাধন যা হয়না কখনো  ছিন্ন যখন আত্নিক বাধন ছিন্ন হয়ে যায় তখন  রক্তের বাঁধনও মূল্যহীন হয়ে দাড়ায়  অথচ  ছোট বেলায় এই ভাইবোনেরা থাকে একে অপরের খেলার সাথী  একে অপরের সাথে হয় খুনসুটি

আর একে অপরের জ্ঞান অর্জনে সহযোগী।  এই সম্পর্কের  কোন কিছু দিয়ে বিকল্প ভাবা যায় না 

এখনকার সম্পর্ক গুলো স্বার্থের বেড়াজালে বন্দী হয়ে গেছে হোক সেটা ভাইবোনের মধুর  সম্পর্ক অথবা  বাবা মায়ের নিস্বার্থ ভালোবাসা। আজ সে স্বার্থ টা কিছু  বস্তুগত জিনিসের জন্য ভালো ভাবে বেঁচে থাকার তাগিদের।  আমরা আসলে ভালোভাবে বেঁচে থাকা বলতে কি  বুঝ,,  আমার নিজস্ব বাড়ি থাকবে,চলার জন্য একটা ব্যান্ডের গাড়ি আর থাকবে প্রত্যেক বেলায় ডাইনিং টেবিলে অনেক প্রকারের মুখোরচক খাবার!! 

মুলত এই  সামান্য  কিছুর জন্য  জীবনে অন্যসব কিছু  ত্যাগ করতে রাজি হয়ে যাই এটাই আমাদের জীবনের মুল উদ্দেশ্য হয়ে যায় যা আমরা অর্জন করতে যেয়ে অনেক মুল্যবান সম্পদ গুলো হারাই আর তা হল এই নিস্বার্থ ভালোবাসা গুলো যার শুন্যতা গুলো পৃথিবীর অন্যসব কিছু থেকে ভিন্ন যা কখনো  পরিবর্তন হয় না এই অনুভুতি গুলো  থাকে অমলিন কিন্তু  স্বার্থের কাছে  তা ঢাকা পড়ে যায়। জীবনে এসব বস্তগত সুখের পিছনে  ছুটতে ছুটতে একটা সময় যেয়ে সেসব  অসাধারণ  সুন্দর ভালোবাসা গুলো  কে খুঁজে পেতে ইচ্ছে হয় কিন্তু  সে সময় টা ফুরিয়ে  সে নিস্বার্থ ভালোবাসা গুলো হারিয়ে যায় আর  তখন সব কিছু  থাকা সত্ত্বেও অসীম এক শুন্যতা কাজ করে একাকীত্ব নির্মম ভাবে ঘিরে ধরে 

 যা একসময় অবহেলা করেছিল। 


Comments

Popular Posts