শান্তির রঙ!!
রঙধনুর সাত রঙের মতো এই জীবন নামক গল্প টা রঙিন নয় বৃষ্টি ঝরা আকাশে যখন একচিলতে রোদের ঝিলিক তখন এই অনবদ্য দৃশ্য দেখা যায়,
সাত রঙের ছড়াছড়ি তখন মন খারাপ করা বিশাল নীলামার। শুভ্রতায় মেঘ গুলো বৃষ্টির ফোটায় সাত রঙে আলো হয়ে দীপ্তি ছড়ায়। ইদানীং আমায় একাকীত্ব তীব্র ভাবে ঘিরে ধরেছে পৃথিবীর রঙগুলো বিষন্নতার আধাঁরে ঢাকা পড়েছে কেন জানিনা। চার দিকে এত কোলাহল এত মানুষ যেন মনে হয় আমার পাশে কেউ হয়তো আর অবশিষ্ট থাকবেনা ভালোবাসার রঙগুলো সম্ভবত ধীরে ধীরে হারাতে চলেছে প্রতিনিয়ত চক্ষু দুটো সিক্ত অশ্রুতে ভেসে যাচ্ছে সবই এখন ঝাপসা লাগছে অচেনা মনে হচ্ছে। কি যেন অনিশ্চয়তার পথে এগুচ্ছি সে পথে শান্তি খুঁজে ফিরছি শান্তি কি খুজে পাব না, অজানার পথে শান্তি গুলো পথ হারাবে!!
Comments
Post a Comment