নিভৃত অন্তরালে

 নিভৃত মন ভাবে 

পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে অচেনা পথিক হয়ে  

অন্তরালে নিস্তব্ধে হারিয়ে, 

যেথায় থাকব অজানা বেশে 

কেউ আমায় দেখবেনা 

কেউ আমারে চিনবেনা, 

যেথায় থাকবে  সবুজের সমারোহ,  

বিস্তৃত নীল আকাশ 

সুরভিত ফুলের মাঝে

 প্রজাপতির ওড়াওড়ি, 

সেথায় শুনব আমি 

বুলবুলির মুখরিত মধুর ধ্বনি, 

রিমঝিম  বৃষ্টির কাব্য গাথা,  

হেটে বেড়াব আমি  কলকলে 

স্বচ্ছ নদীর পাড়ে , 

প্রিয়কে কল্পনায় একে লিখব আমি  অসমাপ্ত কবিতা  ভালোবাসায় ভেসে, 

দেখিব আমি  নিঝুম নিশি, 

ঘর বানাব মেঘেদের দেশে!! 

Comments

Popular Posts