সুন্দরের আর্কষণ!!
দক্ষিনের বারান্দায় অপরাজিতা গাছ টি লাগিয়েছি প্রায় ৫ মাস হল গাছটি ডাল পালা মেলে শুধুই লম্বা হচ্ছে কিন্তু অদৃশ্য না দেখা সে স্নিগ্ধ মুগ্ধতা ছড়ানো সে নীলাদ্রি ফুল " যে ফুলের দর্শনের মায়া পড়ে বিমুগ্ধ নয়নে গেথেছে কবি কাব্যিক ছন্দের কথামালা । আসলেই এই ফুলের মাঝে অদ্ভুত রুপের বৈচিত্র লুকিয়ে আছে
সুন্দর জিনিস গুলো বোধহয় সহজে পাওয়া যায় না সৌন্দর্যরা দূর থেকেই সুন্দর যেমন সুন্দর আধার নিশির বিভা বিশাল দিগন্তের অপুর্ব চাঁদ !! সে সহজে ধরা দেয় না ধরা দিলেই তো সে সৌন্দর্যের আর্কষনে ভাটা পড়বে তাই সব সুন্দররা লুকিয়ে থাকে গভীর সমুদ্রের ভিতর মনিমুক্তোর মাঝে যে সমুদ্র পাড়ি দিয়ে সৌন্দর্য
কে কুড়িয়ে আনতে প্রয়োজন অনেক সাহস সাথে একনিষ্ঠ ধৈর্য কারণ এখানে ধৈর্য সাহস না থাকলে সাতারে সবচেয়ে অভিজ্ঞ থাকা সত্ত্বেও তলিয়ে যেতে পারে অতল জলরাশির গহীনে । তাই সুন্দর কে খুৃঁজে পাওয়ার মাঝে আছে একটা শুন্যতা প্রবল ইচ্ছা।
সে শুন্যতাই মানুষকে সুন্দরের দিকে টানে
একটা সুন্দর ফুলের আশায় মানুষ সে গাছটি কত যত্ন নেয় পানি দেয়, সে সুন্দর ফুল ফোটার অপেক্ষায় যা দেখে
সে নয়ন জুড়াবে স
Comments
Post a Comment