অনুসরণে ভালোবাসা

 যাকে বলা হয় রহমাতুল্লিল আলামীন অর্থাৎ যাকে প্রেরণ  করা হয়েছে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ শুধু মাত্র একটা জাতি গোষ্ঠীর জন্য নয় যার অনুসরণ জীবনের সবক্ষেত্রে সর্বজনীন এই পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য। যার অনুসরণ করে যাকে ভালোবেসে যাদের জীবনের 

বেঁচে থাকা সার্থক হয়েছে 

সাফল্যের সবোর্চ চুড়ায় উন্নীত হতে পেরেছে এই দুনিয়ার জীবনে ও আখিরাতে। সেই প্রিয় নবীর কথাই বলছি,, যার মনোমুগ্ধকর ব্যবহারে শত্রুরা পর্যন্ত মুগ্ধ হয়ে যেত,, সেই তিনি আমাদের প্রিয় নবী!! যাকে ভালোবাসা যার অনুসরণ করা আমাদের ঈমানদারদের জন্য অপরিহার্য বিষয়। কিন্তু আজকে আমরা আমাদের রাসুলুল্লাহ সাল্লালাহু এর প্রতি ভালোবাসা আমাদের মুখের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি,কিন্তু আমাদের জীবনে তার অনুসরনে বিন্দু মাত্র প্রতিফলন নেই 

আসলে আমরা তার অনুসরণ কিভাবে করব তাই আমরা জানিনা! পৃথিবীর সবচেয়ে নামধারী বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জন সত্ত্বেও ! তার আজকে আমরা অনুসরণ করছি না তার সুন্নাহ গুলোকে আমরা ভুলে গিয়ে বিজাতীয় সস্কৃতি কে নিজেদের জীবনের অংশ করে নিয়েছি আর কিছু নামধারী মুসলমান আগাগোড়ায় পুঠিগত শিক্ষিত আছে যারা প্রিয় নবীর সুন্নাহকে কটাক্ষ করার দুঃসাহস দেখায় যাদের বিন্দুমাত্র জ্ঞান নেই যে রাসুলুল্লাহ সাল্লালাহু কে ও সুন্নাহকে তুচ্ছ জ্ঞান করার পরিনতি কতটা ভয়াবহ হতে পারে! কারন প্রিয় নবীর সুন্নাহ কে কটাক্ষ করার অর্থ হচ্ছে তা মহান আল্লাহর চরম অসন্তুষ্টি  অবাধ্যতার বিষয়!! 

আজ দুঃখের বিষয় আজ আমরা মুসলিম হওয়া সত্বেও আমরা আমাদের কাজের মাধ্যমে সুন্নাহকে অবহেলা করছি কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রিয় নবীর সুন্নাহকে বাদ দিয়ে নতুন কিছু এর জায়গায় স্থালাভিষক্ত করছি আমরা অনেকে হয়তো সুন্নাহ অর্থ কি তার মানেই জানিনা রাসুলুল্লাহ সাল্লালাহু তার জীবনে যত কথা ও মহান আল্লাহর নির্দেশে যেসব কাজ গুলো করেছেন তাই সব কিছুই হল সুন্নাহ, যাকে আমরা বলে থাকি হাদিস। তাই একজন মুসলিম হিসেবে আমাদের আল কুরআন জানার পাশাপাশি অবশ্যই আমাদের হাদিস জানা ও অত্যন্ত জরুরি। 

দুটো বিষয় একে অপরের পরিপুরক। যেমন আমরা জানি দিনে রাতে দৈনিক আমাদের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে তা আল কুরআনে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন কিভাবে তা আদায় করতে হবে তাও মহান  আল্লাহ শিখিয়ে দিয়েছেন প্রিয় নবীর মাধ্যমে  যা আমরা জানতে পারি হাদিসের মাধ্যমে 

তাই রাসুলুল্লাহ সাল্লালাহু কে অনুসরণ করা তার সুন্নাহকে ভালোবাসা আমাদের পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য অত্যন্ত জরুরি।তার অনুসরনের মানে যদি হয় সঠিক ভাবে সালাত আদায় না করা, মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেয়া, অন্যের অর্থ সম্পদ আত্বস্বাত করা,আত্নীয়স্বজন দের সাথে সদ্বব্যবহার,সৎসম্পর্ক বজায় না রাখা, বিজাতীয় কালচার নিজেদের জীবনের অংশ করে নেয়া, যেমন,, 

জম্নদিন, মা, বাবা,নববর্ষ ভালোবাসা দিবস ইত্যাদি পালন করা তাহলে পরিতাপের বিষয়,, আমরা প্রিয় নবীর সুন্নাহকে সঠিক ভাবে অনুসরণ করতে পারিনি এবং তার  যোগ্য উম্মত হতে পারিনি!! 

Comments

Popular Posts