নিশ্চুপ অনুভব!!

 এখন আর অতীত কে ভেবে নয় 

বর্তমান কে ভেবে কাঁদব!! 

এখন আর অন্যের মাঝে 

আনন্দদের খুজঁবনা।

 নিজেকে আমি খুঁজে ফিরব  

আবেগ অনুভূতিগুলোকে উত্তরের বাতায়নে উড়িয়ে দিব, 

স্মৃতিগুলোকে ভুলে যাব,

 সাদা স্বপ্নে আকাশটাকে দেখব। 

ভালোবাসাকে প্রকৃতির রঙে রাঙাবো! 

বৃষ্টির গানে নিজেকে ভাসাব!

 পৃথিবীর আলোগুলো সব 

অনুভবের  আঁধারে নিভাবো 

অন্তরালে হারিয়ে নিশ্চুপ রাত্রিতে 

 নিজেকে  সাজাবো।  

জানি কেউই আমায় খুজঁবেনা, 

মুগ্ধ চোখে  চোখ রেখে 

কেউই ভালোবাসবেনা, 

দুর অজানায়  সুখ গুলো 

কেউই কুড়িয়ে আনবেনা,  

দুর সীমানা পথ পেরিয়ে না জানা

 ঐ দিগন্তে জানি,  

কেউই হাত বাড়িয়ে হাটবেনা,

 জানি, ভাবনার জানালায় আলো এসে  

নীলিমার জোছনার শুভ্রতা মেখে 

 কেউই কাব্য লিখবেনা। 

 প্রজাপতিরা ডানা মেলে

 ফুলের সুবাসে যায়  মিশে,

  একলা পথিক চলছি একা 

 থরে থরে সাজানো  মেঘমালার মাঝে

মিলিয়ে যাব আমি তারার দেশে  


Comments

Popular Posts