নিস্প্রভ আলো!!
নিস্পলক তাকিয়ে ভাবছি একা,
কত সময় তো স্মৃতির গহবরে হারিয়ে গেল প্রতিটি মুহূর্ত যাচ্ছে কেটে প্রতিদিন সুর্য উঠে আবার দিগন্ত পানে লুকিয়ে যায় দিন চলে যায় মাস চলে যায় বছরটা ফুরিয়ে আসে জীবন সায়াহ্ন নিস্প্রভ আঁখি দেখে পাখিদের দিন শেষে নির্বিঘ্নে নীড়ে ফেরা শান্ত নির্মল আনন্দে পৃথিবী দেখব নিভু নিভু আলোয় , কোন এক রোদেলা দুপুরে ঘুম ঘুম চোখে ক্লান্তিগুলোকে ঝেড়ে নিব সাদা কাশফুলের স্বপ্নের আল্পনায়। কখনো কখনো মেঘ গুলো নেমে আসে সজীব বৃষ্টির স্বস্তিতায়,আবার কখনও এই মেঘ গুলো ছেয়ে যায় উদ্বিগ্ন চাদরের ভাবনায় মনের রঙ গুলো ডাল পালা মেলে বসন্তের মূর্ছনায়, চলে যাওয়া মানে শেষ বিদায় না কোন এক নিস্তব্ধ বিকেলের গোধুলি লগ্নে অন্তিম প্রান্তে আকাশের লালিমার স্পর্শে নিজেকে নতুন করে ফিরে পাওয়া,, আশা গুলো রঙ ছড়াবে পুর্নিমার ঝলমলে প্রদীপ জ্বেলে!!
Comments
Post a Comment