আবেগের আকাশ!!

 আমার আকাশটা আজ চিলেকোঠার দক্ষিণের বারান্দার মধ্যে সীমাবদ্ধ। ধীরে ধীরে আমার প্রিয় আকাশটা সংকীর্ন হয়ে আসছে, যদি ও আকাশের সীমানা কোথায় গিয়ে শেষ হয়ে গেছে তা রয়ে গেছে অজানা!!কিছু মানুষ হারিয়ে যায় চিরতরে। যার অসম অসীম দুরত্ব অচেনা  সীমানা পেরিয়ে  ধরাছোয়ার বাইরে  চলে গেছে ! আর কিছু মানুষ হারিয়ে যেতে চায় কিন্তু কোন সে অদৃশ্য মোহ মায়ার জালে হারাতে পারেনা, কিন্তু তারা হারিয়ে যায় হৃদয়ের মনিকোঠা থেকে তারা তাদের প্রিয়জনের কাছে জীবিত থেকেও মৃত!!  সেসব মানুষগুলো স্মৃতিগুলো হাতড়ে বেড়ায় সেইসব ভালো স্মৃতিগুলোকে ঘিরে  তাদের বেঁচে থাকা সেসব স্মৃতিকে মনে করে একটু আনন্দ খুঁজে নেয়া,, স্মৃতি গুলো তাদের নিত্যসঙ্গী। সেসব মানুষ গুলো বড্ড আবেগী!! জীবনের জটিলতাগুলো তারা বুঝতে চায়না, যান্ত্রিকতার সাথে মিশতে জানেনা। তারা জানে আবেগ দিয়ে জীবন চলে না!! তাদের সস্তা আবেগের মুল্য দেয়ার সময় হয়তো এসব যান্ত্রিকতার ভীড়ে মিশে যাওয়ার মানুষগুলোর নেই। তারপরেও তারা আবেগপ্রবণ!! কিছু অনুভূতিকে উপজীব্য করে হৃদয়ে মাঝে রেখে বেঁচে থাকার শক্তি হিসেবে । তারা প্রিয় মানুষকে কল্পনা করে গভীর  নিশিথ আধাঁরে দীপ্তি ছড়ানো শুভ্রতায় ছাওয়া  মুগ্ধ চাঁদের মোহিত আলোয়,,  প্রিয় মুহূর্তগুলোকে সাজায়  ঝরঝর বৃষ্টির ধারায়, আনমনে যখন কালো মেঘ ছেয়ে যায়  তখন স্বপ্ন দেখে সাদা রঙের আল্পনায়।  তারা গোলাপের মতো সুবাস ছড়াতে চায়  যার রেশ থেকে যাবে  সতেজ সজীবতায়।  অথবা কোন এক নিঝুম সাঝবেলায় পূবালী মাতাল হাওয়ায় নিজেকে ভাসিয়ে  ভাবনায় ইচ্ছের ডালপালা মেলে  ভালোবাসার অনুরনে নৈশঃব্দ প্রকৃতির নিরবতার সুর অনুভব করে মন্ত্রমুগ্ধের মতো শুনে হারাতে চায় কোন সে দুরে। একথাগুলো সবই হয়তো আবেগী ঠাসা কাব্য গাথা,,কিন্তু কিছু মানুষের কাছে এ অনুভূতিগুলো বেঁচে থাকার প্রেরনা। তাদের প্রিয়জনের মন থেকে হয়তো  এধরণের আবেগী মানুষগুলো  মুছে যাবে,  কিন্তু তাদের প্রিয়জনদের সাথে কাটানো সেই সুন্দর মুহূর্ত সেইসব স্মরণীয় স্মৃতি গুলো অমলিন থেকে যাবে,, জীবনের শেষ প্রহর পর্যন্ত। বলছিলাম আমার আকাশটা সংকীর্ন হয়ে গেছে যদিও আকাশটা সুবিশাল প্রশস্ত,, এখন সবাই অসাধারণ সুন্দরকে নিয়ে ব্যস্ত,,তাই এখন আর কারো সাধারণ সাদা কালোকে নিয়ে ভাবার সময় নেই। তাই আমার মনের আকাশ থেকে অনেক প্রিয়জন বিস্মৃত হয়ে গেছে ভুলে যাওয়াটাই এখন সহজ মনে রাখাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে," ভুলে যাওয়া যদি সহজ হয় তবে মনে রাখার আর কি প্রয়োজন!।তাই  কাছে থেকে ও অসম দুরুত্ব,,যে দুরুত্বের কোন সীমা নেই!! যোজন যোজন অনেক দুরে। আকাশটা তাই অনেক ছোট লাগছে।   

Comments

Popular Posts