অজানায় সুখ!!

 সময়ের সাথে সাথে দিনগুলো হচ্ছে অবসান  

ছোট এই জীবনে অনেক কিছু দেখেছি

 অনেক স্বপ্ন বুনেছি  

আশাগুলিকে হারিয়েছি পড়ন্ত অবেলায় 

 কত অশ্রু ঝরালে 

কষ্টের সমুদ্র হবে নিঃশেষ!! 

 ক্লান্তি ছেয়ে গেছে আমার মনের বাগানে 

সাতার তো জানিনা আমি,, 

কষ্টের সমুদ্রের পাড়ি দিতে গিয়ে 

ডুবছি বাড়েবাড়ে!!

 কোথায় তাহার তীর 

কোথায় শান্তির ঠিকানা 

খুঁজে আমি হয়রান হয়েছি 

 নিছক কল্পনায়।  

আকাশটা যখন দেখি ভাবি 

কত বিশালতায় মেঘেদের আনাগোনা, 

 মেঘ গুলো খেলছে পাখিদের উড়াউড়ায়  

 এতো বিস্তৃত দিগন্ত  পানে 

কিভাবে  লুকিয়ে যায় নীল কষ্টেরা মেঘেদের দেশে '' 

  কুয়াশার চাদর ভেদ করে

 যখন সুর্য দেয় আলো , 

তখন প্রানবন্ত হয় 

খোলা প্রান্তরে সবুজ দুর্বা ঘাসে  

প্রজাপতিরা ছুটে  হলদে 

পরীর সোনালী নির্যাসে,

  সুখ গুলোকে খুঁজি আমি 

 অঝোর বৃষ্টির ধারায় 

বসন্তের শিহরিত দক্ষিণের হাওয়ায় 

সুখগুলোকে পেয়ে আমি 

পাড়ি দেব  দুর অজানায়!!  

Comments

Popular Posts