পরিবর্তনের রঙ!!

 এই দুনিয়ায় আমরা স্বল্প সময়ের জন্যে এসেছি এই জীবনের উদ্দেশ্য বা কি কেন এখানে আমরা এসেছি এখানে কি আমরা আমোদ ফুর্তি করতে এসেছি?  সময়ের পরিক্রমায় সবকিছুই পরিবর্তন হয়ে যায়  মানুষের বাহ্যিক দিকের সাথে সাথে মন ও পরিবর্তন হয়ে যায়  প্রকৃতি তার ক্ষনে ক্ষনে রুপ বদলায় কিন্তু সে তার চিরচেনা রুপে পালাক্রমে ফিরে আসে তবে মানুষের মন যদি একবার পরিবর্তন হয় তার স্বভাবজাত রুপে খুব কমই ফিরে  আসে।যে মানুষটার সকাল শুরু হত কোন ভালো কাজ দিয়ে  হঠাৎ তার আমুল পরিবর্তন তার সকালটা শুরু হয়ে গেল আলসেমি ঘেরা রুঢ় আচরণ দিয়ে  আর যে মানুষটার খারাপ কাজে দিনের শুরু হত তার জীবনের হঠাৎ অন্যরকম আবহ সৃষ্টি হল ভালো দিয়ে সে তার পথ পরিবর্তন করল পরিবর্তন যদি হয় ভালোর শুরু তাহলে আগের অবস্থার চেয়ে ঢের ভালো শীতের রুক্ষতাকে না চিনলে যেমন বসন্তের মনোমুগ্ধকর রঙে তার সৌন্দর্য বুঝা  যায়না  তেমনি  মন্দ কাজ কে মন্দ হিসেবে উপলব্ধি না করলে ভালোর পথ চেনা যায়না ভালো কাজের প্রভাব আমরা তখনি উপভোগ করতে পারব যখন খারাপ কাজ গুলো কে আমরা মন থেকে দুরে সরিয়ে দিব আর তখনি রুক্ষ শীতের শুষ্কতা শেষে বসন্তের রঙ হয়ে জীবনটা হয়ে উঠবে উচ্ছলতায় উদ্দীপনায় ভরপুর  তাহলে নিজেকে দিয়ে শুরু হোক ইতিবাচক পরিবর্তনের যাত্রা! যে পরিবর্তনে প্রকৃতি তার রঙ ফিরে পাবে তার  আপন চিরন্তন রুপে। 

Comments

Popular Posts