মন্দের ভালো!!
ভালো কে তো সবাই ভালোবাসে তাহলে মন্দদের ভালোবাসবে কে??! সুন্দর কে তো সবাই প্রাধান্য দেয় পছন্দ করে তবে কে অসুন্দরদের মূল্যায়ন করবে!! তাদের জন্য কি তবে ভালোবাসা নেই? এই দুনিয়ায় ভালো মন্দ সুন্দর অসুন্দর মিশেলে নানা প্রকৃতির মানুষ আর এটাই সৌন্দর্য মহিমান্বিত রবের সৃষ্টির বৈচিত্র। মহান আল্লাহ মন্দ দিয়ে ভালোর পরিক্ষা করেন আর সৌন্দর্য দিয়ে পরিক্ষা করেন কিভাবে মানুষ অসুন্দরদের মূল্যায়ন করে ভালো করলে সবাই ভাল বলবে এটাই স্বাভাবিক কিন্তু মন্দ করলে তাকে মন্দ বলবে না এটা তো অস্বাভাবিক!! আমরা মানুষ হিসেবে কম বেশি খারাপ কাজ করেই ফেলি হোক সেটা জেনে বুঝে বা না বুঝে ইচ্ছাকৃত অথবা অজান্তে। তাই বলে আমরা সবাই খারাপ হয়ে যাব তা কিন্তু না,, তা নির্ভর করছে আমরা কেমন ধরনের মন্দ কাজ করছি সেটা হতে পারে অনেক বেশি সীমার বাইরে আর কিছু হতে পারে ছোট খাটো যেসব কাজ সীমার বাইরে হয়ে যায় যেমন কারও সাথে খারাপ আচরণ করা, অন্যায় ভাবে কারও সম্পদ আত্মস্বাত করা, বাবা মায়ের অবাধ্য হওয়া, আরও অনেক মন্দ কাজ আছে যা বলতে গেলে হয়তো লেখাটা আরও দীর্ঘ হয়ে যাবে, এখন প্রশ্ন হল আমরা তো এসব অন্যায় কাজকে ঘৃণা করি সাথে সাথে অন্যায়কারীকেও। কিন্তু আমরা কখনও জানার চেষ্টা করিনা যে সে কোন পেক্ষিতে এই অন্যায় কাজটি করেছে?! হতে তো পারে পরিবেশ পরিস্থিতিতে তার দ্বারা এই খারাপ কাজটি হয়ে গেছে।আমরা প্রথমেই বিচারকের আসনে বসে একটা রায় দিয়ে দেই সেতো চরম খারাপ!এভাবে আমরা একজন খারাপ মানুষকে আরও খারাপের দিকে ঠেলে দেই,হয়তো তার সাথে আমাদের আচরণটি ভালো হলে সে হয়তো ভালো হয়ে যেতে পারত। কিন্তু আমরা তা না করে তার অন্য্যায় কাজটিকে ঘৃণা না করে অন্যায়কারীকে ঘৃণা করা শুরু করি এতে যে অন্যায় কাজটি করল সে এই কথায় প্রভাবিত হয়ে মনে করে আমি তো খারাপ তাই আমি আরও বেশি খারাপ কাজ করব! যেমন কেউ ভালো করলে আমরা তার প্রশংসা করি যার ফলে সে প্রভাবিত হয়ে আরও ভালো কাজ করার চেষ্টা করে, হতে চায় আরও ভালো।কেউ যদি অন্যায় করে তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ করব যদি তা করতে না পারি অন্তত অন্যায় কাজটি ঘৃণা করব এবং অন্যায়কারীকে এই বিষয়ে ধৈর্যের সাথে বুঝাব.,, তার এই অন্যায় কাজ টি কোথাও প্রকাশ করবনা,,যতক্ষন না তার এই অন্যায় কাজটি সমাজের জন্য ক্ষতি কারক হিসেবে বিবেচিত না হবে। তাকে ভালো ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে আমরা বুঝাব তবে এই অন্যায় কাজকে কোনভাবেই সমর্থন করবো না। হতে পারে আমাদের এই সুন্দর ক্ষমা দৃষ্টির আচরণের কারণে সে হয়তো ভালো পথে ফিরে আসতে পারে, কারন খারাপ দিয়ে কখনো খারাপ কে মুছে ফেলা যায়না,,বরং ভালো দিয়ে মন্দকে দুর করা যায়। ভালোবাসা দিয়ে তুমি যা অর্জন করতে পারবে,,তাকে ঘৃণা দিয়ে দুরে সরিয়ে দিয়ে খারাপের দিকে নিয়ে যাবে,আরও ঘৃণার জন্ম দেবে।
তাই একটা কথাই আছে পাপকে ঘৃণা কর পাপীকে নয় !!
Comments
Post a Comment