জীবনের প্রশ্ন!!
কিছু কিছু মুহূর্ত থাকে তখন নিশ্চুপ হয়ে থাকতে ইচ্ছা করে নিরবতাই আমার নিঃশব্দ ভাষা অনেক সময় নিরবতাই অনেক বিষয় ভাবতে সাহায্য করে। পাখিরা সারাদিন কত কথায় না বলে কিন্ত তাদের কোনো শব্দের মানে খুঁজে পাইনা তাই বলে কি তাদের সারাদিনের কোলাহল থেমে আছে, এই জীবনের অনেক প্রশ্নের উত্তর নেই তাই বলে তো এই জীবনটা ও থেমে নেই আকাশে যখন অনেক কালো মেঘ জমে তখন একটা গুমোট ভাব সৃষ্টি হয় মনে হয় অনেক বৃষ্টি হবে তখন বাইরের অবোধ প্রান গুলো নিজেদের লুকিয়ে নেয় গুছিয়ে নেয় যাতে বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়ে না দেয়, কিন্তু মানুষ গুলো তখনও উদাস মনে ঘুরতে থাকে যতক্ষন না বৃষ্টির ঝাপটা ভিজিয়ে দেয় তখন শুরু হুলস্থল তাড়াতাড়ি বৃষ্টি থেকে বাচাঁর চেষ্টা!! অবোধ প্রানিরা ঠিক তাদের প্রত্যেকটি মুহুর্ত সম্পর্কে সচেতন কিন্তু মানুষরা তাদের প্রত্যেক টি মুহুর্ত সম্পর্কে সচেতন নয়। যতক্ষণ পর্যন্ত তাদের দরজায় বিপদ এসে হাজির না হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের ভুল কাজ গুলোর উপর স্থির থাকে যেন নিশ্চুপ নিথর উদাস মনের পথচলা কিছুই দেখে না কিছুই তাদের বুঝে আসেনা, এরপর ও এসব মানুষের ভুল পথে যাত্রা শেষ হয়না যতক্ষণ না মৃত্যু এসে হাজির না হয় এই দুনিয়ায় প্রত্যেক টি প্রানি তাদের দায়িত্ব সম্পর্কে অবগত কতটুকু তাদের সীমা কতটুকু তাদের গন্তব্য। কিন্তু বড় আফসোসের বিষয় মানুষ গুলো আজ আগাগোড়ায় শিক্ষিত হয়ে ও তাদের সীমা সম্পর্কে সচেতন হয়নি বাহ্যিক দিকটাই মনুষ্য, কিন্তু ভেতরটা পশুত্বে পরিপূর্ণ হয়ে গেছে । মানব হয়ে জম্মেছে ঠিকই কিন্তু শেষ বিদায় টা মানব হয়ে যেতে পারে কিনা সেটাই কেউ বলতে পারেনা!! তাই এখন আমার ভাষা গুলো নিরবতায় হারিয়েছে,,জীবনের প্রশ্ন গুলো রহস্যই থেকে গেছে।মনুষ গুলো এমন কেন কেন?? জানিনা!
Comments
Post a Comment