একাকীত্ব কালো মেঘ!!

 অনেক সময় একাকীত্ব মানুষকে গ্রাস করে তখন কোলাহলে ভরা  জনসমাগমে মিশে যেতে ইচ্ছে করে। অনেক শব্দ অনেক বাক্যের সংমিশ্রন একটা ব্যস্ত পরিবেশ, যেখানে ভিন্ন ভিন্ন অভিব্যক্তি! মানুষ তখনই একাকীত্ব পছন্দ করে যখন সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে তখন চায়  একটু নিরবতা একটু নিস্তব্ধ পরিবেশ।  অনেক মানুষের ভীড়ে মিশে যাওয়ার মানে জীবনের জটিলতা গুলো উপলব্ধি করা, এই জীবন কোন সরল অংকের নাম নয়  এই পথ সহজ নয়, একা থাকলে এই জীবনের  জটিলতা গুলো কে বুঝা যায়না..তবে আগের মানুষগুলো কোলাহলের মধ্যে থেকেও এই জীবনের জটিলতা গুলো কে সরল হিসেবে নিয়েছে  তারা এই জটিলতা গুলো কে মেনে নিয়েছে মানিয়ে নিয়েছে জীবনের অংশ মনে করে,  কিন্তু এখনকার দিনে একদম তার উল্টো এখন আর কেউ কোলাহল পছন্দ করেনা একা থাকাটাই এখন বেশ উপভোগ্য! যদি ও  একা থাকার মাঝে অনেক  উপকার রয়েছে নিজেকে অনেক ঝামেলা থেকে বাঁচিয়ে রাখা যায় যেকোনো গুরুত্বপূর্ণ কাজ একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে  করা যায়। তবে একা থাকতে থাকতে মানুষ গুলো কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে গেছে,নিজের সুযোগ সুবিধা নিয়ে এখন বেশি ব্যস্ত! অন্যের জন্য সময় নেই বললে চলে যেন একটা রোবটে পরিনত হয়েছে কিছু গতবাধা নিয়মে নিত্যদিনকার চলা। আগের মানুষগুলো ছিল এর ব্যতিক্রম এতো কোলাহল এতো জটিল অবস্থার মাঝে থেকে ও অন্যের কথা একেবারেই ভুলে যেত না, কোন সমস্যা হলে নিজের সমস্যা  মনে করে আপ্রান চেষ্টা করত, কিভাবে অন্যের অসুবিধা দুর করা যায়। আসলে তখন একে অপরের প্রতি একটি আন্তরিক পুর্ন ভালোবাসার সম্পর্ক ছিল যাকে বলে নিস্বার্থ ভালোবাসা! সেই ভালোবাসার মাঝে ছিল  সোহার্দ, সম্প্রীতি, একে অপরের প্রতি মায়া দয়া ! আর এখন কেন জানি একা একা থাকতে  মানুষ এই মধুর অনুভুতি গুলো ভুলতে বসেছে!! সত্যি একাকীত্ব মানুষের অনুভুতি গুলো কে কালো মেঘের মতো গ্রাস করেছে। একা থাকা কোন দোষের নয়, তবে একা থেকে অন্যের প্রয়োজনে নিজেকে দায়বদ্ধ থেকে  মুক্ত মনে করাই মুলত সঠিক কাজ নয়। 

Comments

Popular Posts