রুপকথার বাঁধন!!
আগের দিন গুলোর কথা ভাবলে অবাক হই! কতই না সুন্দর ছিলো সে সময় গুলো যেন রুপকথার গল্পের মতো! পারস্পরিক আন্তরিকতা সৌহার্দ্যতা হৃদ্যতার একটা সম্পর্ক ভালোবাসার বন্ধন ছিলো মন ছুঁয়ে যাওয়ার মতো। যেন এই বাধঁন ছিন্ন হবার কথা কেউ কল্পনা ও করতে পারতো না,, এই বাধন ছিন্ন হবার ছিল মৃত্যু ছাড়া! আর এখন সম্পর্ক গুলো হয়ে গেছে কিছু স্বার্থ মেকি সৌন্দর্যকে ঘিরে! সম্পর্ক গুলো জুড়তে যত সময় তার চেয়ে ভাঙতে সময় লাগে অতি দ্রুত। সহজ ভাবে বললে বলা যায় একটা গাছে ফুল আসতে যতটা সময় লাগে তা থেকেও ফুলটা ঝরে পড়ে তার অল্প কয়েদিন পর। এই অল্প কয়েক দিন এই ফুলের সৌন্দর্য সবাইকে মোহিত করে ফেলে, অথচ শুকিয়ে গেলে এর আর বিন্দুমাত্র মুল্য থাকে না,,এখন সম্পর্ক গুলো এমনই হয়ে গেছে!! যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তোমার মুল্যটা এই শুষ্ক ফুলের মতো মূল্যহীন হয়ে পড়বে মানুষ গুলো কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে প্রকৃতির সেই রঙ গুলো বিবর্ন লাগছে কিন্তু আকাশটা ঠিকই নীল আছে গাছের পাতা গুলো সবুজই আছে শ্রাবনে অঝোরে বৃষ্টি ঝরছে,, ফুল গুলো তার আপন শোভায় সুবাস ছড়াচ্ছে,,পাখিরা দলবেঁধে ডানা মেলে অসীম সুরে গান গাইছে,, তবে কি মানুষ গুলো শুদ্ধতাকে ছেড়ে দিয়ে পালের হাওয়ায় নিজের শেকড়কে ভুলে আধাঁরে থাকা কৃত্রিমতায় নিজেকে ডুবিয়ে দিচ্ছে?! ডুব তো সবাই দিচ্ছে পাড়ে ভিড়তে সময়টা পাবে তো?? হয়তো, হয়তোবা না!এমন এক সময় আসবে রুপকথার মতো সুন্দর ভালোবাসার গল্পগুলো বলার ও আর কেউ থাকবেন না।
Comments
Post a Comment