প্রতীক্ষায় আশা!!

 মাঝে মাঝে মনে হয় আমি যদি নাই থাকতাম আমি নামক অস্তিত্বের কোন চিহ্ন নাই  থাকত!!প্রায় সময় বিষন্নতা আমায় ঘিরে ধরে  এখন  বুঝতে পারিনা  কি পেলে আমি আনন্দিত হব,,  এই জীবনের সৌন্দর্য দেখে আমি  মুগ্ধ  হই আবার অনেক দুঃখিত হয়ে যাই,,  মনকে নিয়ন্ত্রণ করা অনেক  করা অনেক কঠিন,!!  তারপর ও যাচ্ছে দিন চলে,, এখন শুধু একটাই ভাবনা কিভাবে আমার শেষ হবে শেষটা  যদি ভালো না হয় তবে তো এই দুনিয়ার সামান্য কষ্ট গুলো তুচ্ছ হয়ে যাবে অনন্ত জীবনের কষ্টের তুলনায়  এই জীবনটাই বৃথা হয়ে যাবে কারণ ভালো কাজ করার থেকে খারাপ কাজ বেশি হয়ে যায়  এর জন্য অনেক চিন্তা লাগে কি করব ভেবে পাইনা!! খারাপ  কাজ যত সহজে করা যায় ভালো কাজ করা দুর্গম পাহাড় পাড়ি দেয়ার মতোই কঠিন লাগে এই জীবনের স্বল্প সময় গুলো অনেক দীর্ঘ মনে হয়  আর যখন অনন্ত জীবনে প্রবেশ করব যেখানে কোন সময়ের হিসাব নেই সেখানে কিভাবে সময় গুলো পার করব যদি অনন্ত কষ্টের পথে পাড়ি দিতে হয়!! এই জীবনে অনেক স্বপ্ন দেখিছি তবে কিছু প্রতিবন্ধকতার কারণে স্বপ্ন গুলো সত্যি হয়ে ধরা দেয় নি তাই এখন আর এই অস্থায়ী জীবন নিয়ে স্বপ্ন দেখিনা  এখন এটাই ভয় হয় আমার কোন কাজের কারণে মনের ভিতরে থাকা সুপ্ত স্বপ্নটি যদি অনন্ত অসীম জীবনে না ধরা দেয় তাহলে আমার কি অবস্থা  হবে!!   এই জীবনের আশা গুলো সব চাপাই দিয়ে দিলাম কোন আর পাওয়ার আশা নই ভালোবাসার প্রত্যাশি নই শুধু সেইদিনের অপেক্ষা মহান আল্লাহর কাছে একটাই আশা যেদিন আমার প্রতীক্ষার অবসান হবে। আমার জমে থাকা মেঘ গুলো বৃষ্টি হয়ে ঝরে  রঙ্ধনু হয়ে আলো ছড়াবে সেদিনের দর্শন পাবো তো!!

Comments

Popular Posts