অবসন্ন গল্প!
এইতো সেদিন কল্পনায় ছিলে তুমি
স্বপ্নীল ক্যানভাসে একেঁছিলাম
রাঙানো ভোরের ছবি
হঠাৎ হারালো কোথায়,
খুঁজে ফিরে এই আমি
অঝোর বর্ষা এসে ধুয়ে দেয়
সুরভিত ফুলের মলিনতা,
শরত এলে ধরা দেয় কাশফুলের শুভ্রতা
ভাবনার মেঘগুলো হয়েছে এলোমেলো,
গভীর আধাঁরে নিশির তারারা ঝলমলে
নিয়ন আলো যেন ছেয়ে গেছে
সবুজ ঐ পাতায়,
কথাগুলো বিলীন হয়েছে আজ
নিঃশব্দ নিরবতায়!
নিঝুম রাত্রিতে বিশাল দিগন্তে
অপলক চেয়ে থাকে চাঁদ একা
অবসন্ন মনে ভালোবাসা এখন
কিছু গল্প স্মৃতিতে গাঁথা!
Comments
Post a Comment