বিভোর স্বপ্ন!!

 কখনো কখনো নিজেকে অনেক একা মনে হয়  অনেক অসহায় মনে হয়, মনে হয় আমার মতো দুঃখী হয়তো এই দুনিয়ায় আর কেউ নেই,  হয়তোবা আমার পাশে অনেকেই আছে তবে নির্ভরতার যোগ্য ভালোবাসতে পারে এমন মানুষ কয়জন বা আছে? সবচেয়ে কষ্ট তখনি লাগে যখন অতি কাছের প্রিয়জনেরা অবহেলা করে, এড়িয়ে চলে, ভালোবাসা তো দুরে থাক। সবাই সবকিছু মনের মতো পায়না কিছু অপূর্ণতার নামই হয়তো জীবন থাকনা কিছু অপূর্ণ তা তবে কেন দুরত্ব এত কাছের হওয়ার পরও

তবে কি সব ভালোবাসা এই জীবনের মিছে সৌন্দর্য মিছে আশা কে ঘিরে!!  ভালোবাসা সব স্পর্শের বাইরে অনুভুতি গুলো এখন  মেকি চাকচিক্যের ভীড়ে মিশে গেছে! কিছু মানুষ আছে যারা অর্থ সম্পদ খ্যাতি কিছুই চায়না  চায় একটু ভালোবাসতে একটু স্বার্থহীন ভালোবাসা পেতে, কিন্তু সবাই কি তা পায়? হয়তোবা ভালবাসা পাওয়ার আশায় স্বপ্নে বিভোর এই মানুষ গুলোর জীবন এভাবেই শেষ হয়ে যায়। 

Comments

Popular Posts