নীল স্বপ্ন!

 জীবনের অনেক গুলো বসন্ত শেষ হয়ে গেছে  জীবনের রঙ গুলো সব মলিন হয়ে গেছে  এই জীবনের সৌন্দর্যগুলো আমায় মুগ্ধ করে এই জীবনের কাব্য গুলো আমায় অভিভুত করে  মাঝে মাঝে আমার আধাঁরী জীবনটা রাঙাতে ইচ্ছে হয় নীল স্বপ্নে সে রঙ যেন কষ্টের নয়  অপরাজিতার মতো মায়াবী নীলে,  অপলক চেয়ে থাকা তার এই অভুতপুর্ব রঙে নিজেকে সাজিয়ে নেয়া। অসীম নীল আকাশেও তো মেঘ গুলো ভাসে  তারপর ও তো অসীম নীলের এতটুকু সৌন্দর্য কমে যায় না মাঝে  মাঝে আকাশ জুড়ে সাজে রঙধনুর সাত রঙে, সে আকাশে মেঘ গুলো যখন বৃষ্টি হয়ে ঝরে তখন যদি আকাশ তার মনের মাধুরি মিশিয়ে সাজতে পারে  তবে কেন কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে পড়েনা  বৃষ্টি কেন আমার হৃদয়ে বর্নিল রঙে আলো হয়ে শোভা ছড়ায় না! নীল স্বপ্নেরা না হয় অধরাই থাক প্রজাপতি  হয়ে উড়ে বেড়াক মেঘময় মনের  আকাশে!! 

  

Comments

Popular Posts