নিয়ামতের আলো!
মহিমান্বিত দয়াময় প্রভু আমাদের
ভালোবেসে সৃষ্টি করেছেন দৃশ্য অদৃশ্য অসংখ্য নেয়ামত রাজিতে ভরে দিয়েছেন যা আমরা ভোগ করি সবই মহান আল্লাহর নিয়ামত। সবচেয়ে মুল্যবান অদৃশ্য যে নেয়ামত দিয়ে আমাদের ধন্য করেছেন তা হল আমাদের ঈমান! আরও অনেক নিয়ামত আছে যা আমরা ভোগ করেও বুঝতে পারিনা, আর সবচেয়ে দৃশ্যমান যে নিয়ামত দিয়ে আমাদের জীবন কে সুখী করেছেন তা হল আমাদের সুন্দর অবয়ব আমাদের কে সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছেন যারা এই সুন্দর অবয়ব টি কাজে লাগিয়ে মহান আল্লাহর নির্দেশ মেনে চলতে পেরেছে তারাই এই প্রকৃত অর্থে সৃষ্টির সেরা হতে পেরেছে। আমরা আমাদের সুন্দর অবয়বের দিকে তাকাই চোখ কান হাত পা মাথা পুরো শরীরের আমরা একটা অংগের শুকরিয়া আদায় করে শেষ হবে না!কারন অনেকে এমন আছে দৃষ্টি হীন,অনেকে অচল আরও অনেকের হয়তো আরও কত কঠিন সমস্যা আছে যা তারাই বুঝতে পারে যে কত মুল্যবান মহান আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামত! আমরা শুধু মাত্র আমাদের চোখের কথাই চিন্তা করি দিনে রাতে আমরা কত কিছু দেখি মহান আল্লাহর অপুর্ব সৃষ্টি এই নৈসর্গিক সৌন্দর্য সুন্দর প্রকৃতি,যা দেখে আমরা অবাক হয়ে যাই যে মহান রবের সৃষ্টি কত অসাধারণ যার কোন তুলনায় হয়না! এসব সুন্দর জিনিস দেখার মাঝে আমাদের জন্য শিক্ষা রয়েছে! যারা এই দু”নয়ন ভরে এই সৌন্দর্য দেখতে পায়না তারাই বুঝে এই চোখের আলোর কি মুল্য!মহান আল্লাহর দেয়া এই অমুল্য নিয়ামতের তখনি শুকরিয়া আদায় করা হবে যখন আমরা এই দু চোখ দিয়ে খারাপ অন্যায় কিছু দেখবনা আমরা আমাদের দৃষ্টি কে সংযত রাখব মাঝে মাঝে অবাক হই কত দৃষ্টি হীন আছে যারা মহান আল্লাহর সবচেয়ে বড় উপহার মার্ধুযময় মনোমুগ্ধকর কথামালার সমষ্টি আল কুরআন তাদের হৃদয়ের আলো দিয়ে ধারণ করতে পেরেছে বাহ্যিক আলো না থাকা সত্বেও! আর আমাদের বাহ্যিক আলো থাকলেও পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য সবচেয়ে বিস্ময়কর সব সুন্দর কথা যা আমরা আমাদের হৃদয় দিয়ে ধারণ করতে পারিনা প্রকৃত ভাবে দুচোখের আলোর সার্থকতা তখনি যখন আমরা মহান আল্লাহর সৌন্দর্যে ভরপুর বানী গুলো অবলোকন করব, তার সুন্দর সৃষ্টি গুলো দেখে তার এই মুল্যবান নিয়ামত রাজির কথা ভেবে কৃতজ্ঞতা চিত্তে অশ্রু ঝরাবো !!
Comments
Post a Comment