নিভৃত আধাঁর!!
যে হারিয়ে যায় সে আর ফিরে আসেনা
যার মন হারাতে চায় সে যে হারায় না
কিছু মানুষের জন্য ভালোবাসা না
থাকনা কিছু অপ্রত্যাশা,
মেঘের সাথে লুকোচুরি ওই
গনগনে তপ্তময় সুর্যের,
আঁখিদ্বয়ের অশ্রু গুলো অজানা থাক
ফিকে হাসির মাঝে!
স্বপ্নেরা ছেয়ে থাক অলীক কল্পনার ভীড়ে
সৌন্দর্যরা সব দীপ্তি ছড়াক
অধরা নীলামার শুভ্র চাঁদের সাথে
রঙ গুলো আজ ধূসর আঁধার,
আলো যেন আমায় না ছুঁয়ে যায়
আমি না হয় যাব নিভৃত আধাঁরের দলে!
Comments
Post a Comment