স্বস্তির আলো!!
রাত যত গভীর হয় প্রভাত ততই নিকটে ফিরে আসে রাতের আঁধারে চাঁদকে অনেক সুন্দর লাগে কারণ তাকে ঘিরে থাকা অন্ধকারটাই চাদঁটাকে আরও বেশি সৌন্দর্যময় করে। মানুষের জীবনটাকে এই দৃশ্যের সাথে তুলনা করা যেতে পারে। সবার জীবনে কম বেশি সমস্যা জড়িয়ে আছে মৃত্যু পর্যন্ত তাকে এই সমস্যা গুলো নিয়ে থাকতে হয়, কেউই সমস্যা থেকে মুক্ত নয়। তবে সমস্যা যতই বড় হোক তা কখনো চিরন্তন না মানুষের জীবনের এই সমস্যা দুঃখ কষ্ট গুলো কালো আঁধার আর চাঁদের আলো তার স্বস্তি শান্তি ।মানুষের জীবনে যদি কোন সমস্যাই না থাকত তাহলে মানুষ শান্তি কি জিনিস তা কখনো বুঝতনা চাঁদের আলোকে আমরা তখনি উপভোগ করি যখন অনেক দিন পর তা দেখি যদি সবসময় চাঁদকে দেখা যেত তাহলে রাতের আঁধারে এই ঝলমলে আলোর সৌন্দর্য আমরা বুঝতাম না। আমাদের এই জিনিস টা সবসময় মনে রাখা প্রয়োজন প্রকৃতির এতসব অভুতপুর্ব সৃষ্টি মহান রব শুধুমাত্র আমাদের জন্যই সৃষ্টি করেছেন আমাদেরকে অপরিসীম ভালোবেসে!! যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সমস্যা গুলো দুর করবেন না তা ধারণা করা বড় ভুল! তিনি আমাদের সমস্যা গুলো দেন যাতে আমরা একমাত্র তাকেই ডাকি তার দিকে ফিরে আসি আর তিনি তা বান্দার ডাকে সাড়া দিবেন না তাতো কখনো হতেই পারেনা। কারণ তিনি যে তার বান্দার আকুল আবেদন শুনতে ভালোবাসেন!! আর আমরা যদি সত্যি মহান রবকে মনে প্রাণে আন্তরিকতার সাথে স্বরন করি তাহলে আমাদের এই জীবনের সাময়িক দুঃখ কষ্ট সমস্যা গুলো মোহনীয় চাঁদের আলোর মতো স্বস্তি শান্তির আলো হয়ে ধরা দিবে।
মহান আল্লাহ বলেন :
(নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। ৯৪:৬)
Comments
Post a Comment