ভালো কাজে মন!
হারাম কাজের প্রতি আমাদের দুর্নিবার আর্কষন যা আমাদের নিষেধ করা হয়েছে সেসব কাজ করতে আমাদের বেশি ভালো লাগে আমরা মানুষ আমরা কেউ ভুলের উর্ধ্বে নই এটা আমাদের মানবীয় দুর্বলতা মহান আল্লাহ আমাদের এর মধ্য দিয়ে পরীক্ষা করেন আমরা কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি। প্রকৃত অর্থে তারাই সর্বোত্তম মানুষ যারা ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করে ভালো কাজে অবিচল থাকে এবং ভুল হয়ে গেলে মহান আল্লাহর কাছে ফিরে আসে আর এটাই মুলত মহান আল্লাহর কাছে প্রকৃত ভাবে নিজেকে সপে দেয়া! কারণ মন সবসময় খারাপের দিকে উৎসাহ দেয়, তাই আমরা যেন সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে পারি একটু অর্থসহ আল কুরআন পড়ে, পাঁচ ওয়াক্ত সালাতের সাথে কিছু অতিরিক্ত সালাত আদায় করে আরও যেমন আমরা ঘরে বাইরে বিভিন্ন দায়িত্ব পালন করি তা যদি সততার সাথে করতে পারি আর আমাদের মনে এই নিয়ত থাকে এসব শুধু মাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি তাহলেও তা অনেক বড় ভালো কাজ বলে গন্য হবে সত্যি বলছি আমাদের জীবনে শান্তি আসবেই!!
কারণ মহান আল্লাহ বলেন :নিশ্চয় যারা বলে, ‘আমাদের রব আল্লাহ’, তারপর অবিচলিত থাকে, তাদের কাছে নাযিল হয় ফেরেশতা (এ বলে) যে, 'তোমরা ভীত হয়ে না, চিন্তিত হয়ো না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও 'আল্লাহ তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে। আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবী করবে
( সুরা হা মীম সেজদা ৩০-৩২)
Comments
Post a Comment