জানার চেষ্ট!!
মহান আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় উপহার তিনি আমাদের মুসলিম হিসেবে পাঠিয়েছেন এবং সৃষ্টি সেরা মানব পুরো জগতের রহমত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার উম্মত হিসেবে আমাদের নির্বাচিত করেছেন। তার উম্মত হতে পারা আর মহান আল্লাহকে চিনতে পারা যে কত বড় নিয়ামত দিয়ে ধন্য করেছেন তা এই দুনিয়ায় সব মুল্যবান সম্পদ দিয়েও এর মুল্য পাওয়া সম্ভব না এ যেন আমরা না চাইতে অমুল্য সম্পদ পেয়েছি! কেউ যখন কোন অমুল্য সম্পদ পায় তখন সে সবচেয়ে নিরাপদ ভালো স্থানে সম্পদ রক্ষনাবেক্ষন করে দুনিয়ায় আমরা প্রতিটি ক্ষেত্রে হিসেবি কোন ক্ষতি আমরা কেউ চাইনা কিন্তু মৃত্যুর পর যে আমদের অনন্ত জীবনের পথে যাত্রা করতে হবে যে জীবনের কোনশেষ নেই তার ব্যপারে আমরা একটু বেহিসেবী! কারণ তখন আমাদের একমাত্র সম্বল হবে আমাদের আমল, সেখানে টাকা পয়সার কোন লেনদেন নেই এখন আমি নিজেকে প্রশ্ন করি আমি কি অনন্ত জীবনের জন্য সম্পদ সংগ্রহ করতে পারছি? আমাদের এই জীবন কীসের পিছনে ব্যয় করছি সেগুলো কি চিন্তা করছি মহান আমাদের যে অমুল্য সম্পদ দিয়েছেন তা কি আমরা আদৌ রক্ষনাবেক্ষন করছি? একটু জানার চেষ্টা করি কিসে মহান আল্লাহ খুশি কিসে অসন্তুষ্ট হন এখন আমাদের জানার জন্য আর দুরদুরান্ত থেকে জ্ঞান অর্জন করতে হবে না অথবা মোটা মোটা বই পুস্তক কিনতে হয়না এখন প্রযুক্তির কল্যানে আমরা সহীহ হাদিস আল কুরআনের অ্যাপস সহজে পেয়ে যাচ্ছি শুধু একটু আন্তরিক সদিচ্ছা আরও অনেক ভালো বই সংগ্রহ করে একটু জানার চেষ্টা ইসলামিক মৌলিক বিষয় গুলো যেমন শিরক বিদাত হারাম পর্দা এসব বিষয় গুলো জানার কোন বিকল্প নেই প্রথম আমাদের প্রতি যে নির্দেশ এসেছিল তা ছিল পড়, অর্থাৎজ্ঞান অর্জন করা তোমার প্রভুর নামে যা আল কুরআন সুরা আলাকে প্রথম পাঁচ আয়াতে বলা হয়েছে এ থেকে বুঝা যায় জ্ঞান অর্জন করা কত গুরুত্বপূর্ণ কারণ জ্ঞান অর্জন না করলে আমরা সঠিক ভাবে মহান আল্লাহর পথ নির্দেশ মেনে চলতে পারবনা তাই এসব জানার পর সেই অনুযায়ী নিজের জীবনে প্রতিফলন করা এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেয়া তাই হল আমাদের দায়িত্ব। স্বল্প এই জীবন এই কয়দিনের এখন আমরা বেছে নেব আমরা নিজের মুল্যবান সম্পদ ঈমান সংরক্ষনে সচেষ্ট হয়ে অন্তত জীবনের জন্য কিছু অগ্রে পাঠাব না স্বল্প এই জীবন হেলায় কাটিয়ে শুন্য হস্তে অনন্ত পথে যাত্রা করব,কারণ সময় আর বেশি বাকি নেই মৃত্যু তো খুব সন্নিকটে!!
Comments
Post a Comment