মহান আল্লাহ আমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এই জীবনে চলার জন্য দিকনির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ যা আমাদের করতে নির্দেশ দিয়েছেন এবং তার ভয়ে সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারাটাই হল ইবাদাত!  মহান আল্লাহর সাথে অন্য কিছুকে অংশিদার স্থাপন করা সবচেয়ে বড় গুনাহ যে গুনাহ মহান আল্লাহর কাছে ক্ষমা না চাইলে ক্ষমা করবেননা এরপর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মানুষের হক নষ্ট করা আমরা বিভিন্ন ভাবে মানুষের হক নষ্ট করছি অন্যায় ভাবে মানুষের সম্পদ আত্মস্বাত করা প্রতারণা করা এমন কি কারও সম্মানে আঘাত করাও মানুষের হক নষ্ট হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত  কিন্তু আমরাএসব  ব্যাপারে সচেতন  নই যে আমরা কত বড় অপরাধের বোঝা নিজেদের উপর তুলে নিচ্ছি  মানুষের হক নষ্ট করে যতই আমরা নামাজ রোজা হজ্জ করিনা কেন কোন লাভ হবেনা, কারণ মহান আল্লাহর হক নষ্ট হলে দয়াময় প্রভু ক্ষমা করতে পারেন কিন্তু মানুষের হক নষ্ট করলে তার হক পুর্ন না করা পর্যন্ত মহান আল্লাহ ক্ষমা করবেননা।           আজকে সমাজের প্রতিটি ক্ষেত্রে মানুষের হক নষ্ট হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য  খাদ্য, সব ক্ষেত্রে দুর্নীতি।সমাজে অন্যায় কাজ যখন বেড়ে  যায় তখন মহান আল্লাহ তাকে বিপদ আযাব দিয়ে শিক্ষা দেন কিন্তু এরপর আমাদের বোধদয় হয়না তারপরও বুঝ আসেনা এত কঠিন মহামারী আসা সত্বেও! অত্যন্ত দুঃখের বিষয় আজ আমরা মহান আল্লাহর আযাব কে ভয় করছিনা যার মনে  মহান আল্লাহর প্রতি ভয় নেই সে যা ইচ্ছা তাই  করতে পারে!!প্রকৃত পক্ষে মহান আল্লাহ আমাদের প্রতি একবিন্দু জুলুম করেন না আমরাই আমাদের নিজেরদের প্রতি জুলুম করি!!মহান আল্লাহ বলেন:তাওবাহ্‌ তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, ‘আমি এখন তাওবাহ্‌ করছি’ এবং তাদের জন্যও নয়, যাদের মৃত্যু হয় কাফের অবস্থায়। এরাই তারা যাদের জন্য আমি কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করেছি । 
(সুরা নিসা আয়াত ১৮)

Comments

Popular Posts