অচেনা সুখ!
কষ্টের রঙ যদি নীল হয় নীল যদি হয় ঐ দুর আকাশের রঙ, কি বা হত কষ্টগুলো যদি হত নীল অপরাজিতার অপুর্ব বিমুগ্ধতা?তবে কি সুখের রঙ সবুজের আড়ালে পড়ে থাকা বৃষ্টির একফোটা টলটলে স্বচ্ছপানি,মাঝ রাতে হঠাৎ জেগে দেখি নীলিমা জুড়ে দীপ্তি ছড়াচ্ছে
এক ফালি রুপোলী চাঁদ,আমার জানালায় ঝলক দিচ্ছে আধাঁরে থাকা অবসন্ন মনে, পাখিরা যখন ওড়ে
সীমানা পেরিয়ে তার ডানার ঝাপটা মেলে,,
তখন আনমনে ভাবি
এটাই বুঝি অবিরাম ভাবলেশহীন পথচলা
মেঘেদের দলে মিশে চুপে চুপে কথা বলা,
সুখের নেই কোন রঙ, তবে কি সুখ গভীর সাগরের লুকিয়ে থাকা অমুল্য মুক্ত!
হয়তোবা সুখ যায় না চেনা,
সুখ তুমি আলো ছায়ার খেলা!!
Comments
Post a Comment