কাল্পনিক মন !!
হারিয়েছি যারে খুঁজে পাব কি তারে
যাহারে মনে পড়ে,
সে মনে করে কি আমারে,
ভালোবাসা সেতো চাঁদের আলো
উঁকি দিয়ে যায় জানালার ফাকে
আঁধারে থাকা হৃদয়ে নিয়ন প্রদীপ জ্বেলে
ডুবে আছি আমি আবেগের সমুদ্রে
দক্ষিনা হাওয়ায় শিহরিত মন
ছুয়ে যায় যখন বৃষ্টির ধারায়
হাত বাড়িয়ে দিয়ে কেউ নেই পাশে,,
কাল্পনিক আবেশে মুগ্ধতা ছেয়ে যায়
ঘোর কেটে যায় দুরত্ব এসে!
Comments
Post a Comment