আমি থমকে যাব !!

আমি থমকে যাব কোন এক পড়ন্ত বিকেল বেলায়, বেলা শেষে পড়ে থাকবে আমার স্মৃতি কিছু অনুভূতি!  রুদ্র যখন প্রখর হয় একটু মন চায় শীতল হতে দক্ষিনা হাওয়ার স্পর্শ পেতে,   সবুজে আমার সতেজ স্বপ্ন, নির্জন আলো ছড়িয়ে কোন এক শুভ্র চাঁদের নিশিতে,    নিকষ কালো আধাঁরে  প্রকৃতি মেতেছে অন্যরকম আভায়,  আকাশের নীলিমা মিলিয়ে গেছে ধুসর মেঘের পানে।           

Comments

Popular Posts