জীবনের মিষ্টতা!!

জীবনে নেই কোন আলো,
 আছে শুধুই অন্ধকার,মুখে এত মিষ্ট কথা,
 মন কেন বা এত তিক্ত!
 মন হতে চায় না এতটুকু তৃপ্ত 
কি আছে এই স্বল্প সময়ে তা দৃষ্টি এড়িয়ে যায় যা আড়ালে থেকে যায় তাই তো অব্যক্ত!
শীতের রুক্ষতা পরে আসে বসন্তের সজীবতা!   
তপ্তময় খরতাপ প্রকৃতির মাঝে আছে
 মিষ্টি ফলের সুঘ্রাণের মিষ্টতা, 
রাতের তারার   উজ্জ্বল্য তো লুকিয়ে থাকে
 গভীর কালো নিকষতায়!
 বেলা যখন শেষ  হয়ে যায় 
আকাশের লালিমা ছেয়েছে রক্তিম শোভায়,
মেঘ কেটে বৃষ্টির জলে ধুয়ে রবি  হাসে,
 রংধনুর বর্নিল রঙে আলোকচ্ছটা ছড়ায়।

Comments

Popular Posts