প্রিয় নবী!

   যাকে দেখে হত সবাই মুগ্ধ,
 যার ব্যবহারে হয়ে যেত সবে বিমোহিত!
  যাহার সাহচর্যে অজ্ঞ
  মানুষ গুলো হয়েছে বিজ্ঞে পরিনত। 
 যাহার ছায়ায় এই ধরনী হয়েছে
 উজ্জ্বল আলোয় আলোকিত, 
  তাহাকে পেয়ে কে না অভিভূত! 
  যার মনোমুগ্ধকর কথামালায় 
  সৃষ্টিকুল হয়েছে চমৎকৃত! 
  যাকে ভালোবেসে এ জীবন হবে 
  যে ফুলের মতোই সুবাসিত, 
  যার অনুসরণে মহান রবের 
     সন্তুষ্টি অবধারিত,
   পথহারাদের জ্ঞানের জ্যোতি  
    তুমি সে প্রিয় নবী!!! 

Comments

Popular Posts