জীবনের নির্মোহ সত্য!

দুনিয়ার অল্পদিনের জীবন কে ঘিরে আমাদের কত পরিকল্পনা কত ব্যস্ততা, অথচ আমাদের আজ অনন্ত অসীম  জীবনের জন্য নেই কোন চিন্তা, নেই কোন ব্যস্ততা! প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর শুনি এটাও জানি মৃত্যু নামক নির্মোহ সত্য আমাকে ও ছাড়বেনা তারপর আমাদের একটু বোধদয় হয়না গুনাহ করে যেতেই থাকি প্রতিনিয়ত ভাবি কয়দিন পর ভালো হয়ে যাব এই কয় দিন পর আমাদের আর শেষ হয়না, শেষে এসে মৃত্যু আমার দরজায় কড়া নাড়ে তখন বলব ইস আরেকটু যদি সময় পেতাম! আমরা আজ গান শুনা মুভি দেখা,সোস্যাল সাইটগুলোতে  ছবি আপলোড দেয়া,বিশেষ করে আমরা মেয়েরা কত স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের সৌন্দর্য সবার সামনে প্রকাশ করি যা কোনভাবে মহান আল্লাহ অনুমতি দেননি সবার সামনে সৌন্দর্য প্রকাশ করার!! আর কত অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকা এগুলো কে আমরা কোন গুনাহ মনে করিনা অথচ এসব কাজই একদিন আমাদের আফসোসের কারণ হয়ে দাড়াঁবে যে সব কাজ মহান আল্লাহ করতে নিষেধ করেছেন সেগুলোর প্রতি কেন জানি আমাদের দুর্বার আর্কষণ.যে মনের কানে না শুনে কে তাকে শুনাবে, কে
 তাকে দেখাবে যে মনের চোখে না দেখে,
কি তাকে বুঝাবে যদি সে 
অন্তর দিয়ে না বুঝে!!

Comments

Popular Posts