মৃত্যু চির সত্য!
মৃত্যু নামক চির সত্য থেকে আমরা কেউ বাচঁতে পারবনা, জীবন যখন আছে মৃত্যু তো সন্নিকটে!! কতজন মানুষের মৃত্যুর প্রত্যক্ষ সাক্ষী হলাম জানিনা আমার মৃত্যু যখন হবে কারা সাক্ষী হবে।মৃত্যু তো অনেক সহজ বিষয় তেমন এই জীবন ততটাই কঠিন প্রতিনিয়ত বেচেঁ থাকার চেষ্টা,মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট কি,যখন তারই অতি প্রিয়জন এই নশ্বর দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য মহান আল্লাহর কাছে ফিরে যায়! আমরা এই দুনিয়াতে এসেছি ফিরে যাওয়ার জন্য যা চিরাচরিত নিয়ম এই নিয়মের কোন পরিবর্তন হবেনা।মৃত্যু মানে সব কিছু শেষ হয়ে যাওয়া না মৃত্যু মানে নতুন জীবনের সুচনা! যার এই জীবন নিয়ে আশা বেশি সে মৃত্যুকে ভালোবাসেনা,যার এই জীবনে কোন আশা নেই সে মৃত্যুকে আলিঙ্গন করতে ভালোবাসে।আর মৃত্যু আছে বলেই এই জীবন এতো সুন্দর মনে হয় এখন মৃত্যু নামক চিরন্তন সত্য আসার অপেক্ষায় প্রহর গুনছি।
Comments
Post a Comment