বাস্তবতা প্রতিফলন!
আমরা সবাই নিজেদের প্রিয় নবী রাসুল মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বলে মনে করি মুখে বলি তাকে ভালোবাসি কিন্তু আসলেই কি তা আমরা বাস্তবে প্রতিফলন দেখি! আজকাল আমরা ভালোবাসা দিবস, মা বাবা জম্নদিন আর কত দিবস পালন করি যা বিজাতীয় সংসস্কৃতি থেকে এসেছে আমরা ভুলে যাই এগুলো পালন করা ইসলাম কখনো সমর্থন করে না কিন্তু কেন জানি এসব ভুল কাজ আমাদের জেনে বুঝে করতে বেশি ভালো লাগে। আসলে আমরা মনে করি এসব করে আর কি হবে মহান আল্লাহ তো ক্ষমা করে দিবেন!কিন্তু এ কথা আমরা ভুলে যাই মহান আল্লাহর ক্ষমা পাওয়া যেমন সহজ তেমনি তার ক্রোধ কঠিন শাস্তি থেকে রক্ষা পাওয়া আরও অনেক বেশি কঠিন.তবে মহান আল্লাহর কঠিন শাস্তি ক্রোধের চেয়ে তার রহমত দয়া ক্ষমাশীলতা আরও অনেক বেশি মহান আল্লাহ শিরক ব্যতীত অন্য সকল গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন তাই বলে কি আমরা তার অসীম দয়া ক্ষমাশীলতার সুযোগ নিয়ে আমরা কি ভুল কাজ করতে থাকব যে কাজে মহান আল্লাহর সন্তুষ্টি নেই! এমন যদি হয় আমরা ভুল কাজ করতে করতে মৃত্যু এসে যায় তাহলে আমাদের কি পরিনতি হতে পারে তা কি আমরা ভেবে দেখিছি, যদি আমরা বুঝতাম!! মহান আল্লাহর ক্ষমা তাদের জন্য,যারা না জেনে বুঝে ভুল করে, তাদের জন্য না যারা জেনে বুঝে ভুল করতে থাকে এবং সে কাজের উপর অটল থাকে। পৃথিবীর স্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ আমাদের না চাইতে তার ফলোয়ার বানিয়েছেন আর আমরা তার অনুসরণ না করে কি আকঁড়ে ধরছি অত্যন্ত দুঃখের বিষয় আজ আমাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা কিছু বাক্য আওড়ানোতে সীমাবদ্ধ!!
Comments
Post a Comment