সুখের খুঁজে!!

সুখ কোথায় খুঁজে পাব,সুখ পোষ মানানো পাখি সে তো উড়তে চায় মুক্ত আকাশের সীমাহীন নীলে একটু সুখের খুঁজে কত সাধনা কত প্রচেষ্টা সুখ তারপরও কি ধরা দেয় পরশ বুলিয়ে যায় শীতল বাতাস হয়ে 
আসলে সুখ কি? কারো কাছে সুখ হল খ্যাতি কারো কাছে অর্থ সম্পদ আর কারো বা বাহ্যিক সৌন্দর্য নিয়ে প্রতিযোগিতা আসলে একেক জনের কাছে সুখ একেক রকম। এই দুনিয়ায় মানুষ সাময়িক সুখের খোঁজে ব্যস্ত! আসলে কি এসবে প্রকৃত সুখ পাওয়া যায়?? প্রকৃত পক্ষে  আমরা যতই সুখ খুজাঁর চেষ্টা করিনা না কেন যিনি সুখ দুঃখ নামক অনুভুতি সৃষ্টি করেছেন তাকে ভুলে গিয়ে সুখ পাওয়া কখনো সম্ভব না এই দুনিয়ার সুখ দুঃখ সেতো অস্থায়ী। যার যেমন দৃষ্টিভঙ্গি তার কাছে সুখ তেমনি।তারপরেও এই অস্থায়ী জীবনে সুখ পাওয়া সম্ভব। আমার কাছে সুখ সেতো ফজরের আজানের মিষ্টি মধুর ধ্বনি প্রকৃতির মায়াবী স্নিগ্ধ শান্ত ভোরে পাখিদের সমুধুর কলতান, কোন এক নিস্তব্ধ রাত্রিতে গভীর সমুদ্রের নৈশব্দ গর্জন ঢেউ খেলানো শিহরিত অনুভূতি, অথবা কোন এক বৃষ্টি মুখর শ্রাবণ দিনে চুপসে ভেজা নির্মল পবিত্র আসমানের বারিধারা বয়ে যায় এক অনাবিল আনন্দে সীমা পেরিয়ে মন ছুঁয়ে যায়!! সেই প্রকৃতির এতসব সুন্দর নির্দশন দেখে মহান রবকে চিনতে পারা,প্রেমময় দয়াময় প্রভুর অপার ভালোবাসা অনুভব করতে পারা। প্রকৃত সুখ তো সেদিন খুঁজে পাব যেদিন প্রেমময় রব তার অবারিত  অসীম ভালোবাসা নিয়ে ডেকে নিয়ে  বলবেন,  হে প্রশান্ত আত্মা ফিরে এস তোমার মহান রবের সন্তুষ্টি নিয়ে!! 

Comments

Popular Posts