নির্জীব রূপে প্রকৃতি!

তিলোত্তমা ব্যস্ত নগর আজ স্তব্ধ জনশূন্য, যেখানে কারও দিকে তাকানোর সময় ছিলো না সেখানে আজ প্রকৃতির এক নির্মল আনন্দ!  নেই দুষন নেই কোলাহল আছে শুনশান নীরবতা পাখিদের সমুধুর গান,  বৃষ্টির ঝপাঝপ টুপটাপ স্বচ্ছ  বারিধারা  গড়িয়ে পড়ছে শহরের পিচঢালা রাস্তায়, ফুল ফুটেছিল নতুন সাজে যেন নতুন প্রাণ নতুন আশার সঞ্চার হয়েছিল প্রকৃতিতে!!স্বপ্নের মতো মনে হচ্ছে তাইনা!! তবে তা স্বপ্ন না সাময়িকীর জন্য স্বপ্ন টি সত্যি হয়ে ধরা দিয়েছিল! বলছিলাম যখন মানুষ গুলো প্রকৃতিকে একটু বিশ্রাম দিয়েছিল সেই সময় কার মনোরম দৃশ্য দেখে চোখ দুটো শীতল হয়ে যেত! মনে হল প্রকৃতি বুঝি এবার হাফঁছেড়ে বাঁচল!!তা আর হত দিল কোথায়? কর্মব্যস্ত মানুষ গুলোর চিরাচরিত অভ্যাস আর পরিবর্তন হলো না  শুধু নিজের সুখের জন্য কারো দিকে খেয়াল করার সময় নেই।প্রকৃতি কে তার আপন নিয়মে চলতে দিলোনা আবারও ধোয়া দুষন ধুলায় প্রকৃতি হয়ে উঠবে অতিষ্ঠ যেখানে গাছের সজীব পাতায় ঢেকে যাবে ধুলায় মিশে নীল আকাশ হয়ে যাবে ধুসর ধোয়ায় কালো আধারে!! 
প্রকৃতি ফিরে যাবে তার পুরোনো সেই চিরচেনা নির্জীব রূপে। 

Comments

Popular Posts