রামাদানের অনুপ্রেরণা!

রামাদান মাস চলে গেল  রেখে গেল এর রেশ,রামাদান মাস নিয়ে আসে রহমত মাগফিরাত প্রশান্তির বার্তা নিয়ে। সত্যি বলতে তারাই এই মাসের সুফল অর্জন করতে পারে যারা এই মাসকে প্রকৃত অর্থে কাজে লাগাতে পারে এই মাস আসলে একটা অন্যরকম আবহ সৃষ্টি করে ইবাদতের প্রতি মনযোগ তৈরী হয় তাই এই মাসকে বলা হয় প্রশিক্ষণের মাস যাতে করে আমরা এই মাসের মতো অন্যান্য মাসগুলো তে ইবাদতের প্রতি আগ্রহ সাথে নিয়ে করতে পারি এই মাস আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা একে অপরকে ভালোবাসার! মহান আল্লাহ আমাদের জন্য এত সুন্দর ইবাদতের উপলক্ষ দিয়েছেন যা থেকে আমরা আমাদের জীবন কে সুন্দর করতে পারি সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত মহান আল্লাহর  জন্য সবধরনের পানাহার থেকে বিরত থাকা এরপর সবাই মিলে সুর্যাস্ত হলে ইফতার করা যা একে অপরেরপ্রতি একসাথে থেকে ভালোবাসার বন্ধন সম্প্রীতি বৃদ্ধি পায় ! রামাদান মাসের মুল উদ্দেশ্য হল মহান আল্লাহর ভয়ে সকল খারাপ কাজ থেকে বিরত থাকা যা এই মাসে প্রশিক্ষণ হয় শুধু মাত্র পানাহার থেকে বিরত থাকাই রামাদানের মুল উদ্দেশ্য না এই মাসের মাধ্যমে মহান আল্লাহ আমাদের শিক্ষা দেন যাতে আমরা যাবতীয় অন্যায় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে পারি তাই মুল উদ্দেশ্য। আর এটাই হচ্ছে ইবাদাতের প্রকৃত সৌন্দর্য!! শুধু মাত্র এইমাসে খারাপ কাজ থেকে বিরত থাকা নয় বাকি অন্যান্য মাস গুলো তে যেন আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে  পারি তাই এই ইবাদাতের মুল উদ্দেশ্য! আর তাই রামাদান মাস চলে গেছে তাই আমরা তা থেকে শিক্ষা নিয়ে বাকি মাসগুলো তে যেন আমরা মহান আল্লাহর পরিপূর্ণ আনুগত্যের সাথে ইবাদাত করতে পারি  জীবনের শেষ সময় পর্যন্ত তাই আমাদের শেখায় রামাদান। ইবাদতের অনুপ্রেরণায় ভবিষ্যতের জন্য একটা সাফল্যের সিড়ি হয়ে যাবে যদি আমরা রামাদানের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারি।

Comments

Popular Posts