জীবনের অনু্যোগ!!

এই জীবনে চলার পথে কতইনা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়  কঠিন সময় গুলো তে ধৈর্য ধরে থাকা অনেক কঠিন ব্যাপার, আমাদের জীবনে ভালো সময় গুলো হেলায় শেষ হয়ে যায়, আর আফসোস করি সময় গুলো যদি আবার ফিরে পেতাম!
যেমন একপশলা বৃষ্টি যেমন অনেক গরমের পর সজীবতা ফিরে পায় তেমন ভালো সময় গুলো ততটাই ক্ষনস্থায়ী!!এখন আর এই জীবন নিয়ে আশা করিনা শুধুই একটা প্রত্যাশা বাকি দিন গুলো যেন মহান আল্লাহ আমায় শান্তি স্বস্তি তে পার করে দেন। এখন আর অভিযোগ করার সময় নেই সময় যাচ্ছে দ্রুত চলে, তবু্ও আমার কাছে অনেক দীর্ঘ মনে হয়! যদি অভিযোগ করা শুরু করি তা শেষ হবার না  আমাদের জীবনে অভিযোগ অনুযোগের শেষ নেই দুঃখ গুলো এই জীবনে চলার পথে অনেক সময় সাহায্য করে এগিয়ে যেতে আবার পিছে পড়ে থাকতে এই দুঃখ গুলো বাধা হয়ে দাড়ায়!! দুঃখ গুলো কে তখনই তুচ্ছ মনে হয় যখন কেউ ভালোবেসে আপন করে নেয়, মানুষের ভালোবাসা অর্জন করা অনেক কঠিন তা কেউ নাও পেতে পারে তবে ভালোবাসা হারিয়ে যায় অনেক সহজে তা কোন পাত্র থেকে পানি নিচে গড়িয়ে পরার মতো সহজ একটা ব্যাপার !নিস্বার্থ ভাবে ভালোবাসতে পারে এমন মানুষের এখন বড়ই অভাব!!

Comments

Popular Posts