গন্তব্যের শুরু!!
জীবন ছুটে চলছে একটি গন্তব্যের দিকে যে গন্তব্যের শেষ নেই যে পথের পথিক হয়ে চলে অসীম পথের দিকে যে পথ চলতে গিয়ে আছে কষ্ট আছে, অসহনীয় দুর্ভোগ কিছুটা স্বস্তি অনেকটা অস্বস্তি, হয়েছে ক্লান্ত পরিশ্রান্ত! এখন আমরা ভ্রমণ করছি মাত্র, ভ্রমণ করতে যেয়ে কিছু ভালো মন্দ অর্জন করছি তবে প্রাপ্তি খাতায় যদি মন্দের পরিমাণ বেশি থাকে যে গন্তব্য হাতছানি দিবে তা হবে চির ভয়ংকর কষ্টে ভরপুর!! আর যদি ভালো কিছু অর্জন করি তবে সে পথ আমাদের ডাকবে চিরসৌন্দর্যের বিশালতায়!!,
Comments
Post a Comment