ম্রিয়মাণ মরীচিকা!!

জীবন এতো বিষাদময়!ঘন কালো মেঘের মতো আমার জীবনে আনন্দের সময় গুলো হারিয়ে গেছে আমার জীবনের সব চেয়ে ভালো সময় যখন আমি স্কুলে পড়তাম সময় গুলো ছিল খুব সুন্দর!স্বপ্নের মাঝে  ডুবে ছিলাম  সেসময়!
আমি সবুজ প্রকৃতি অনেক পছন্দ করি.  কারণ প্রকৃতির মাঝে স্বপ দেখি সতেজতার নির্মলতা এই জীবন এতো কঠিন  কেন কিছু করতে পারছিনা,, আমি ক্লান্ত হয়ে পড়েছি এই মন আর মানতে চায়না, সামান্য কষ্টে কি অবস্থা ধৈর্য ধরে থাকা অনেক কঠিন এই জীবন এখন আর বাঁচার স্বাদ হয়না!   হয়তোবা এখন ভালোই আছি, দুনিয়ার এই রঙ গুলো যেন মনে হয় কালো আধার,,রঙগুলো সব হারিয়ে গেছে প্রায় , জানিনা  চিরস্থায়ী সুন্দর দেখার সৌভাগ্য হবে কিনা,,তবে মহান আল্লাহর কাছে আশা করি!!   এখন আর এই সাময়িক সৌন্দর্য দেখে পুলকিত হতে পারিনা সবই যে ম্রিয়মাণ মরীচিকা!! 

Comments

Popular Posts